Job

সাবকন্ট্রাক্ট জব:
১. ফ্রিল্যান্সিং কোর্স করার মূল উদ্দেশ্য হল সরাসরি বিদেশী বায়ারের সাথে কাজ করে মাসে ৩০,০০০+ ইনকাম করা এবং লাইফটাইম স্থায়ী ক্যারিয়ার গড়া । সবকন্ট্রাক্ট জব করা মূল উদ্দেশ্য নয় । আমাদের প্রায় সকল স্টূডেন্ট ২য় মাসে ১০/১২ হাজার টাকা এবং ৩/৪ মাসের পর থেকে প্রতি মাসে স্থায়ীভাবে ২০ হাজার + ইনকাম করে ।
২. কিন্তু নতুন অবস্থায় বায়ার কাজ দেয়ার আগে কাজের স্যাম্পল চায় । অভিজ্ঞতা চায় । জাস্ট অভিজ্ঞতা এবং স্যাম্পলের জন্য চাইলে মূল ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার আগ পর্যন্ত ১মাস সাব কন্ট্রাক্ট কাজ করতে পারেন ।
৩. কাজের সোর্স:
ক. আমাদের নিজস্ব প্রজেক্ট
খ. আমাদের স্টূডেন্টরা যে কাজগুলো পায় । অনেক স্টূডেন্ট অনেক বড় বড় কাজ পায় আবার অনেকে একসাথে অনেকগুলো কাজ পায় যেগুলো নিজে করতে পারে না । অনেকজন মিলে সাবকন্ট্রাক্ট কাজ করতে হয় । চাইলে এই রকম সিনিয়র স্টূডেন্টের সাথে কাজ করতে পারবেন ।
৪. কত টাকা পাওয়া যাবে :
আমাদের যে স্টূডেন্ট সাব কন্ট্রাক্ট কাজ করবে এবং যারা করবে এটা তাদের মধ্যে পারষ্পরিক বোঝাপড়ার মাধ্যমে হবে । VILLAGE MANPOWER INSTITUTE পেমেন্টের ব্যাপারে কোন মধ্যস্থতা করবে না ।
তবে আদের নিজস্ব কাজগুলোর নির্ধারিত মূল্য থাকবে । কি কি কাজ করতে হবে এবং কত টাকা দেয়া হবে তা স্পষ্ট ভাবে লিখা থাকবে । এগুলো দেখে যে কেউ কাজ করতে পারবেন ।
৫. কে ম্যানেজম্যান্ট করবে :
আমাদের সাপোর্ট টীম মেম্বাররা । যারা কাজ পাবে তারা সাপোর্ট এ এসে সাপোর্ট টীম কে বলবে এবং তারা তাৎক্ষণিকভাবে সাপোর্ট এ উপস্থিত স্টূডেন্টের মধ্য থেকে বাছাই করে কাজ দিবেন কাজ বুঝিয়ে দিবেন এবং সকল প্রবলেম সলভ করবেন ।
আমাদের সাত জন টীম মেম্বার এই জন্য কাজ করবেন ।
৬. কখন সাবকন্ট্রাক্ট কাজগুলো দেয়া হবে:
সাপোর্ট চলাকালীন ইন্সট্যান্ট দেয়া হবে । তাই যত বেশী সাপোর্ট এ থাকবেন তত বেশী কাজ পাবেন ।
৭. দায়দায়িত্ব:
সাবকন্ট্রাক্ট কাজ নেয়ার পর কেউ যদি দায়িত্বপূর্ণভাবে না করে অবহেলা করে তাকে বয়কট করা হবে ।

আমাদের সবসময় যে অফারটি থাকবে :
আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের নিজস্ব ডিজিটাল Marketing কাজগুলো বাইরে না দিয়ে আমাদের স্টূডেন্টগণকে দিবে । বাইরের মানুষকে সেলারী না দিয়ে তা আমাদের স্টূডেন্টকে দিব । কিন্তু যদি বিষয়টি নিয়ে কারো আপত্তি থাকে এই প্রজেক্টটি বন্ধ করে দেয়া হবে ।
অন্যান্য সাবকন্ট্রাক্ট জবের পাশাপাশি নিচের অফারটি সবসময় থাকবে । যে কোন স্টূডেন্ট ক্লাসে জয়েন করার এক মাস পর থেকেই আমাদের নিচের অফারে কাজ করতে পারবে । কাজ করার সাথে সাথে বিকাশে পেমেন্ট করা হবে ।
Buyer: VILLAGE MANPOWER INSTITUTE
Duration: 3 Days
Job Responsibility: 1000 Link Building
Salary: 3000 Tk
যে কেউ যত ইচ্ছা তত কাজ করতে পারবেন । কেউ ১০০ টা লিংক বিল্ডি করা জমা দিলে তাকে ৩০০ টাকা সাথে সাথে বিকাশে পেমেন্ট করা হবে । আর ১০০০ লিংক বিল্ডিং করলে সাথে সাথে ৩০০০ টাকা ।
কি কি করা যাবে :
ফেসবুক মার্কেটিং: আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো বিভিন্ন বাংলাদেশী ইনকাম গ্রূপে শেয়ার করা ।
গুগল টপ রেংকিং: নিচের কীওয়ার্ড গুলো দিয়ে গুগল টপ করা ।
ক্লাসিফাইড পোষ্টিং: বাংলাদেশী বিভিন্ন ক্লাসিফাইড সাইটে পোষ্ট করা ।
বুক মার্কিং: যে কোন সাইটে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ বুকমার্কিং করা ।
লিংক বিল্ডিং: যে কোন রকম বাংলাদেশী সাইটে লিংক বিল্ডিং করা । যেমন: বাংলাদেশী ব্লাগ পোষ্টিং, ফোরাম পোষ্টিং , Article Posting, Question Answer sites, Etc.

যে কাজই করুন না কেন নিচের কীওয়ার্ড গুলো দিতে হবে ।

Keywords:

Freelancing Village Manpower Institute 
Freelancing Bangladesh Village Manpower Institute
How to Get Freelance Job Village Manpower Institute
Freelancing Village Manpower Institute Tutorial
Freelancing in Village Manpower Institute Rangpur
Freelancing in Village Manpower Institute Chittagong
Freelancing in Village Manpower Institute Khulna
Freelancing in Village Manpower Institute Dhaka
How to earn money from online
Freelance Job in Village Manpower Institute
সুন্দরভাবে কাজটি করে একটি গুগল শীটের মাধ্যমে জমা দিতে হবে । গুগল শীটে অবশ্যই আপনার বিকাশ নাম্বার, নাম ও ঠিকানা থাকতে হবে । প্রত্যেকটি লিংক লাইভ হতে হবে ।
কাজ করার পর নিচের লিংকে ক্লিক করে আপনার গুগল শীটের লিংক সাবমিট করুন:


                                                   Thank you                                
                                              Mohammad Razu                              

Comments